বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

প্রধানমন্ত্রীকে পিটার হাসের অভিনন্দন  

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীকে পিটার হাসের অভিনন্দন  

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদূত এই অভিনন্দন জানান। একই সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ড. হাছান মাহমুদকেও শুভেচ্ছা জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী। তবে বেশ কয়েকটি মন্ত্রণালয় নিজের কাছেই রেখেছেন তিনি।

টিএইচ